Posts

Showing posts with the label শামসুর রাহমান

পণ্ডশ্রম কবিতা - শামসুর রাহমান |kobitarjagot

 এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,    চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।    কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,    আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।       দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,    কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।    কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?    কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।       যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,    পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।    সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,    যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।       মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,    ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!    ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে    কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?       নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;    কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।    ঠিক বলেছে, চিল তবে কি নয়...

ট্রেন কবিতা - শামসুর রাহমান

Image