Posts

Showing posts with the label গোলাম মোস্তফা

কুড়ানো মাণিক কবিতা - গোলাম মোস্তফা | কবিতার জগৎ

 আন মনে একা একা পথ চলিতে  দেখিলাম ছোট মেয়ে ছোট গলিতে-  হাসিমাখা মুখখানি, চির-আদুরী,  ঝরে-পড়া স্বরগের রূপ-মাধুরী!  ফণিনীর মত পিঠে বেণী ঝুলিছে,  চঞ্চল সমীরণে দুল দুলিছে,  মঞ্জীর-ধ্বনি বাজে চল-চরণে  মিহি নীল ফুরফুরে শাড়ী পরণে।  বস্ত্রের আবরণ-কারা টুটিয়া  অম্ভের হেম-আভা পরে লুটিয়া,  মিষ্টি-মধুর আঁখি দৃষ্টি চপল,  বঙ্কিম ক্ষীণাধর, রক্ত-কপোল।  চলে গেল পাশ দিয়ে ক্ষিপ্র পদে-  বিজ্বলীর ছোট রেখা নীল নীরদে!  ছুয়ে দিনু কেশ-পাশ ভালবাসিয়া,  নেচে নেচে গেল সে যে মৃদু হাসিয়া!  শিহরিয়া উঠিলাম ঘন-পুলকে-  হারাইয়া গেনু কোথা কোন দ্যুলোকে!  ভরে গেল সারা প্রাণ এ-কি হরষে!  এতখানি সম্পদ মৃদু পরশে!  পথ মাঝে কুড়াইয়া পেনু যে মণি  সে যে মোর হৃদি-মাঝে হরস-খনি!

জীবন বিনিময় কবিতা - গোলাস মোস্তফা | কবিতার জগৎ

 বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর-  পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!  চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার।  রাজ্যের যত বিজ্ঞ হেকিম করিবাজ দরবেশ  এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ,  সেবাযত্নের বিধিবিধানে তু্রটি নাহি এক লেশ।  তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে নাক হায়,  যত দিন যায়, দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়-  জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির প্রায়।  শুধাল বাবর ব্যগ্রকনেঠ ভিষকবৃন্দে ডাকি,  ‘বল বল আজ সত্যি করিয়া, দিও নাকো মোরে ফাঁকি,  এই রোগ হতে বাদশাজাদার মুক্তি মিলিবে নাকি?  নতমস্তকে রহিল সবাই, কহিল না কোন কথা,  মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা  শেলসম আসি বাবরের বুকে বিঁধির কিসের ব্যথ্যা!  হেনকালে এক দরবেশ উঠি কহিলেন- ‘সুলতান,  সবচেয়ে তব শ্রেষ্ঠ যে-ধন দিতে যদি পার দান,  খুশি হয়ে তবে বাঁচার আল্লা-বাদশাজাদার প্রাণ।  শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি-  ‘তাই যদি হয়, প্রস্তুত আমি দিতে সেই কোরবানি,  সবচেয়ে মোর শ্রেষ্ট যে ধন জানি তাহা আমি জানি।’ ...

কিশোর কবিতা - গোলাম মোস্তফা | কবিতার জগৎ

 আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে,  ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে।  লক্ষ আশা অন্তরে  ঘুমিয়ে আছে মন্তরে  ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি-পাতার বন্ধনে।  সাগর-জলে পাল তুলে দে’ কেউ বা হবো নিরুদ্দেশ,  কলম্বাসের মতই বা কেউ পৌঁছে যাবো নূতন দেশ।  জাগবে সাড়া বিশ্বময়  এই বাঙালি নিঃস্ব নয়,  জ্ঞান-গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ।  কেউ বা হবো সেনানায়ক গড়বো নূতন সৈন্যদল,  সত্য-ন্যায়ের অস্ত্র ধরি, নাই বা থাকুক অন্য বল।  দেশমাতাকে পূজবো গো,  ব্যথীর ব্যথা বুঝবো গো,  ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্নজল।  ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে,  ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।  আকাশ-আলোর আমরা সুত,  নূত বাণীর অগ্রদূত,  কতই কি যে করবো মোরা-নাইকো তার অন্ত-রে।

প্রার্থনা কবিতা - গোলাম মোস্তফা | কবিতার জগৎ

 অনন্ত অসীম প্রেমময় তুমি  বিচার দিনের স্বামী।  যত গুণগান হে চির মহান  তোমারি অন্তর্যামী।  দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া  তোমারি চরণে পড়ি লুটাইয়া  তোমারি সকাশে যাচি হে শকতি  তোমারি করুণাকামী।  সরল সঠিক পূণ্য পন্থা  মোদের দাও গো বলি,  চালাও সে-পথে যে-পথে তোমার  প্রিয়জন গেছে চলি।  যে-পথে তোমার চির-অভিশাপ  যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ  হে মহাচালক,মোদের কখনও  করো না সে পথগামী। 

শিশুর পণ কবিতা - গোলাম মোস্তফা | কবিতার জগৎ

 এই করিনু পণ   মোরা এই করিনু পণ   ফুলের মতো গড়ব মোরা   মোদের এই জীবন।   হাসব মোরা সহজ সুখে   গন্ধ রবে লুকিয়ে বুকে   মোদের কাছে এলে সবার   জুড়িয়ে যাবে মন।  নদী যেমন দুই কূলে তার   বিলিয়ে চলে জল,   ফুটিয়ে তোলে সবার তরে   শস্য, ফুল ও ফল।   তেমনি করে মোরাও সবে   পরের ভাল করব ভবে   মোদের সেবায় উঠবে হেসে   এই ধরণীতল।   সূর্য যেমন নিখিল ধরায়   করে কিরণ দান,   আঁধার দূরে যায় পালিয়ে   জাগে পাখির গান।   তেমনি মোদের জ্ঞানের আলো   দূর করিবে সকল কালো   উঠবে জেগে ঘুমিয়ে আছে   যে সব নীরব প্রাণ