সাপ কবিতা - প্রেমেন্দ্র মিত্র || কবিতার জগৎ
প্রথম সাপটা দেখবে নিথর পাথর সন্মোহিত, কোন সে আদিম অন্ধ অঘোর অন্বেষণের দ্বিধা আঁধার-ছোঁয়ানো ছায়া-বিদ্যুত হেনে খোলে কুণ্ডলী! তারপর সাপ অনেক দেখবে কেঁপে-ওঠা শরবন। কাঁটা-দেওয়া ঘাস সভয়ে শুনবে গোপন সঞ্চারণ, ---শোনা না-শোনার সীমানার শুধু স্তব্ ধতা শিহরিত। সব শেষে এক সাহসী সকাল গহন অতল থেকে, হিমেল হিংসা ছেঁকে নিয়ে এসে রোদ্দুরে মেলাবে কি? ছন্দে মেলাবে ঘৃণা-পিচ্ছল বিবরের সরীসৃপের বিষফণা আর পাখিদের নীল মুক্তি!