সকিনা কবিতা - জসীম উদ্দীন || কবিতার জগৎ
দুখের সায়রে সাঁতারিয়া আজ সকিনার তরীখানি, ভিড়েছে যেখানে, সেতা নাই কূল, শুধুই অগাধ পানি। গরীবের ঘরে জন্ম তাহার, বয়স বাড়িতে হায়, কিছু বাড়িল না, একরাশ রূপ জড়াইল শুধু গায়। সেই রূপই তার শত্রু হইল, পন্যের মত তারে, বিয়ে দিল বাপ দুই মুঠি ভরি টাকা আধুলির ভারে! খসম তাহার দাগী-চোর, রাতে রহিত না ঘরে, হেথায় হোথায় ঘুরিয়া ফিরিত সিদকাঠি হাতে করে। সারাটি দিবস পড়িয়া ঘুমাত, সকিনার সনে তার, দেখা যে হইত ক্ষনেকের তরে, মাসে দুই একবার। সেই কোন তার কল্পিত এক এপরাধ ভেবে মনে, মারিবার যবে হত প্রয়োজন অতীব ক্রোধের সনে। এমন স্বামীর বন্ধন ছাড়ি বহু হাত ঘুরি ফিরি, দুঃখের জাল মেলে সে চলিল জীবনের নদী ঘিরি। সে সব কাহিনী বড় নিদারুন, মোড়লের দরবার, উকিলের বাড়ি, থানার হাজত, রাজার কাছারী আর; ঘন পাট ক্ষেত, দূর বেত ঝাড়, গহন বনের ছায়, সাপের খোড়লে, বাঘের গুহায় কাটাতে ...