কুড়ানো মাণিক কবিতা - গোলাম মোস্তফা | কবিতার জগৎ

 আন মনে একা একা পথ চলিতে 

দেখিলাম ছোট মেয়ে ছোট গলিতে- 

হাসিমাখা মুখখানি, চির-আদুরী, 

ঝরে-পড়া স্বরগের রূপ-মাধুরী! 


ফণিনীর মত পিঠে বেণী ঝুলিছে, 

চঞ্চল সমীরণে দুল দুলিছে, 

মঞ্জীর-ধ্বনি বাজে চল-চরণে 

মিহি নীল ফুরফুরে শাড়ী পরণে। 


বস্ত্রের আবরণ-কারা টুটিয়া 

অম্ভের হেম-আভা পরে লুটিয়া, 

মিষ্টি-মধুর আঁখি দৃষ্টি চপল, 

বঙ্কিম ক্ষীণাধর, রক্ত-কপোল। 


চলে গেল পাশ দিয়ে ক্ষিপ্র পদে- 

বিজ্বলীর ছোট রেখা নীল নীরদে! 

ছুয়ে দিনু কেশ-পাশ ভালবাসিয়া, 

নেচে নেচে গেল সে যে মৃদু হাসিয়া! 


শিহরিয়া উঠিলাম ঘন-পুলকে- 

হারাইয়া গেনু কোথা কোন দ্যুলোকে! 

ভরে গেল সারা প্রাণ এ-কি হরষে! 

এতখানি সম্পদ মৃদু পরশে! 


পথ মাঝে কুড়াইয়া পেনু যে মণি 

সে যে মোর হৃদি-মাঝে হরস-খনি!

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ