অভিযান কবিতা - কাজী নজরুল ইসলাম | কবিতার জগৎ

 নতুন পথের যাত্রা-পথিক  

 চালাও অভিযান!  

 উচ্চ কণ্ঠে উচ্চার আজ -  

 “মানুষ মহীয়ান!”   

 চারদিকে আজ ভীরুর মেলা,  

 খেলবি কে আর নতুন খেলা?  

 জোয়ার জলে ভাসিয়ে ভেলা  

 বাইবি কি উজান?  

 পাতাল ফেড়ে চলবি মাতাল  

 স্বর্গে দিবি টান্।।   

  

 সরল সাজের নাইরে সময়  

 বেরিয়ে তোরা আয়,  

 আজ বিপদের পরশ নেব  

 নাঙ্গা আদুল গায়।   

  

 আসবে রণ-সজ্জা করে,  

 সেই আশায়ই রইলি সবে!  

 রাত পোহাবে প্রভাত হবে  

 গাইবে পাখি গান।  

 আয় বেরিয়, সেই প্রভাতে  

 ধরবি যারা তান।।   

  

 আঁধার ঘোরে আত্নঘাতী  

 যাত্র-পথিক সব  

 এ উহারে হানছে আঘাত  

 করছে কলরব!  

 অভিযানে বীর সেনাদল!  

 জ্বালাও মশাল, চল্ আগে চল্।  

 কুচকাওয়াজের বাজাও মাদল,  

 গাও প্রভাতের গান!   

  

 ঊষার দ্বারে পৌছে গাবি  

 ‘জয় নব উত্থান!’  

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ