স্বর্গ ও নরক কবিতা - শেখ ফজলল করিম || কবিতার জগৎ

 কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? 

মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! 

রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, 

আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। 

প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, 

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে। 

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ