এক আকাশ অন্ধকার কবিতা - প্রেমেন্দ্র মিত্র || কবিতার জগৎ

 একটি মানুষের মধ্যে আমি  

এক আকাশ অন্ধকার দেখেছিলাম।  

কতজনের সঙ্গেই ত মিশি,  

ভালবাসি, ঘৃণা করি, থাকি উদাসীন।  

তারা সব টুকরো টুকরো আলো  

উজ্জল কি স্তিমিত।  

তাদের চেনা যায়, পড়া যায়  

মানেও পাওয়া যায় ছাড়াছাড়া।  

তাদের সঙ্গে পরিচয় দিয়েই  

জীবনের প্রাঞ্জল পুঁথি প্রতিদিন লেখা।  

কিন্তু মন নিজের অগোচরে  

খোঁজে সেই অনাদি আশ্চর্য অন্ধকার  

সব অভিধান যেখানে অচল, সব নামতা নিরর্থক।  

সেই এক আকাশ অন্ধকার  

আমি পেয়েছিলাম একবার  

পথে যেতে কোন এক স্টেশনের প্লাটফর্মে  

দুপুর রোদে গাড়ির জন্য দাঁড়িয়ে  

দুটি অতল চোখের মধ্যে।  

সে পুরুষ কি নারী  

কেউ যেন জানতে না চায়,  

জানতে না চায় কী তার বয়স।  

সে সময়ের অতীত, যৌনতার উর্দ্ধে।  

তার অন্ধকার ত না-এর শূন্যতা নয়,  

নিহারীকা-গর্ভ এক রহস্য-নিবিড়তা।  

সত্তার গহনে এই অন্ধকার যদি লুপ্ত হয়,  

আমাদের সাজানো শহর  

আর সফল জীবন ত শুধু  

পরিসংখ্যানের অন্ক।  

এত খন্ড খন্ড আলোর জটলায়,  

এত মাপজোকের দুনিয়ায়  

সেই অন্ধকার বয়ে বেড়াবার মানুষ  

কি সব ফুরিয়ে গেল!

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ