কিশোর কবিতা - গোলাম মোস্তফা | কবিতার জগৎ

 আমরা নূতন, আমরা কুঁড়ি, নিখিল বন-নন্দনে, 

ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। 

লক্ষ আশা অন্তরে 

ঘুমিয়ে আছে মন্তরে 

ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি-পাতার বন্ধনে। 

সাগর-জলে পাল তুলে দে’ কেউ বা হবো নিরুদ্দেশ, 

কলম্বাসের মতই বা কেউ পৌঁছে যাবো নূতন দেশ। 

জাগবে সাড়া বিশ্বময় 

এই বাঙালি নিঃস্ব নয়, 

জ্ঞান-গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ। 

কেউ বা হবো সেনানায়ক গড়বো নূতন সৈন্যদল, 

সত্য-ন্যায়ের অস্ত্র ধরি, নাই বা থাকুক অন্য বল। 

দেশমাতাকে পূজবো গো, 

ব্যথীর ব্যথা বুঝবো গো, 

ধন্য হবে দেশের মাটি, ধন্য হবে অন্নজল। 

ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে, 

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। 

আকাশ-আলোর আমরা সুত, 

নূত বাণীর অগ্রদূত, 

কতই কি যে করবো মোরা-নাইকো তার অন্ত-রে।

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ