অক্ষমতা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর | বাংলা কবিতা

 এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা —  

 সলিল রয়েছে প'ড়ে, শুধু দেহ নাই।  

 এ কেবল হৃদয়ের দুর্বল দুরাশা  

 সাধের বস্তুর মাঝে করে চাই - চাই।  

 দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল  

 কেবল পথের পানে চেয়ে বসে থাকা!  

 মানবজীবন যেন সকলি নিষ্ফল —  

 বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা!  

 চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন  

 আমারে করিছে ছাই প্রতি পলে পলে,  

 মহত্ত্বের আশা শুধু ভারের মতন  

 আমারে ডুবায়ে দেয় জড়ত্বের তলে।  

 কোথা সংসারের কাজে জাগ্রত হৃদয়!  

 কোথা রে সাহস মোর অস্থিমজ্জাময়! 

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ