অভিমান কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর | কবিতার জগৎ

 কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ!  

 বৃথা কর আস্ফালন, বৃথা কর রোষ।  

 যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ,  

 কেহ কভু তাহাদের করে নি সম্মান।  

 যতই কাগজে কাঁদি, যত দিই গালি,  

 কালামুখে পড়ে তত কলঙ্কের কালি।  

 যে তোমারে অপমান করে অহর্নিশ  

 তারি কাছে তারি 'পরে তোমার নালিশ!  

 নিজের বিচার যদি নাই নিজহাতে,  

 পদাঘাত খেয়ে যদি না পার ফিরাতে--  

 তবে ঘরে নতশিরে চুপ করে থাক্,  

 সাপ্তাহিকে দিগ্বিদিকে বাজাস নে ঢাক।  

 একদিকে অসি আর অবজ্ঞা অটল,  

 অন্য দিকে মসী আর শুধু অশ্রুজল। 

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ