অমন আড়াল দিয়ে লুকিয়ে গেল - রবীন্দ্রনাথ ঠাকুর | kobitar jagot

 অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে  

 চলবে না।  

 এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো,  

 কেউ জানবে না, কেউ বলবে না।  

 বিশ্বে তোমার লুকোচুরি,  

 দেশ বিদেশে কতই ঘুরি -  

 এবার বলো আমার মনের কোণে  

 দেবে ধরা, ছলবে না।  

 আড়াল দিয়ে লুকিয়ে গেলে  

 চলবে না।  

  

 জানি আমার কঠিন হৃদয়  

 চরণ রাখার যোগ্য সে নয় -  

 সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায়  

 তবু কি প্রাণ গলবে না।  

  

 না হয় আমার নাই সাধনা,  

 ঝরলে তোমার কৃপার কণা  

 তখন নিমেষে কি ফুটবে না ফুল  

 চকিতে ফল ফলবে না।  

 আড়াল দিয়ে লুকিয়ে গেলে  

 চলবে না।

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ