আমি চেয়ে আছি - রবীন্দ্রনাথ ঠাকুর | kobitar jagot

 আমি চেয়ে আছি তোমাদের সবা-পানে।  

 স্থান দাও মোরে সকলের মাঝখানে।  

 নীচে সব-নীচে এ ধূলির ধরণীতে  

 যেথা আসনের মূল্য না হয় দিতে,  

 যেথা রেখা দিয়ে ভাগ করা নাই কিছু,  

 যেথা ভেদ নাই মানে আর অপমানে।  

 স্থান দাও সেথা সকলের মাঝখানে।  

  

 যেথা বাহিরের আবরণ নাহি রয়,  

 যেথা আপনার উলঙ্গ পরিচয়।  

 আমার বলিয়া কিছু নাই একেবারে  

 এ সত্য যেথা নাহি ঢাকে আপনারে,  

 সেথায় দাঁড়ায়ে নিলাজ দৈন্য মম  

 ভরিয়া লইব তাঁহার পরম দানে।  

 স্থান দাও মোরে সকলের মাঝখানে। 

Comments

Popular posts from this blog

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ