অপমান বর কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর | কবিতার জগৎ
ভক্ত কবীর সিদ্ধপুরুষ খ্যাতি রটিয়াছে দেশে। কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখো নরনারী এসে। কেহ কহে মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহো', সন্তান লাগি করে কাঁদাকাটি বন্ধ্যা রমণী কেহ। কেহ বলে তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোরে', কেহ কয় ভবে আছেন বিধাতা বুঝাও প্রমাণ করে'। কাঁদিয়া ঠাকুরে কাতর কবীর কহে দুই জোড়করে, দয়া করে হরি জন্ম দিয়েছ নীচ যবনের ঘরে-- ভেবেছিনু কেহ আসিবেনা কাছে অপার কৃপায় তব, সবার চোখের আড়ালে কেবল তোমায় আমায় রব। একি কৌশল খেলেছ মায়াবী, বুঝি দিলে মোরে ফাঁকি। বিশ্বের লোক ঘরে ডেকে এনে তুমি পালাইবে নাকি!' ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল বিষম রাগি-- লোক নাহি ধরে যবন জোলার চরণধুলার লাগি! চারি পোওয়া কলি পুরিয়া আসিল পাপের বোঝায় ভরা, এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা। ব্রাহ্মণদল যুক্তি করিল নষ্ট নারীর সাথে-- গোপনে তাহারে মন্ত্রণ...