পুজার সাজ - রবীন্দ্রনাথ ঠাকুর | kobitar jagot
আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে; দুজনে শুধালো তারে, 'কী পোশাক আনিয়াছ কিনে।' পিতা কহে, 'আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে।' সবুর সহে না আর - জননীরে বার বার কহে, 'মা গো, ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কী কিনে এনেছে ঘরে একবার দে-না, মা, দেখায়ে।' ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর । মধু কহে, 'আর নেই?' মা কহিল, 'আছে এই একজোড়া ধুতি ও চাদর।' রাগিয়া আগুন ছেলে - কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, 'চাহি না মা! রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা সাটিনের জামা।' মা কহিল, 'মধু, ছি ছি, কেন কাঁদ মিছামিছি! গরিব যে তোমাদের বাপ। এবা...